- ইউটিউবে ভিডিও আপলোড করা হয়ে গেলে সরাসরি চলে যাবেন আপনার কম্পিউটারের যে কোন একটি ব্রাউজার এ ।
- এবার বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করবেন ।
- ভিডিও ক্লাসে অথবা ওটিপি তে ক্লিক করবেন ।
- ভিডিও ক্লাসে ক্লিক করলে , আপলোড এ ভিডিও ক্লাস ক্লিক করবেন ।
ক্লিক করলে যে ইন্টারফেসটি দেখাবে সেটি ওটিপি তে ক্লিক করলেও একি ইন্টারফেস দেখাবে ।
- অনলাইন টিচার প্রোফাইলের পেইজে আসলে আপনার টিচার আইডি অর্থাৎ ভিডিও ক্লাসটি যে শিক্ষক নিয়েছেন তার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন ।
পাসওয়ার্ড না থাকলে রিসেট পাসওয়ার্ড দিবেন / 'পাসওয়ার্ড ভুলে গেছি' তে ক্লিক করবেন ।
এবার যে পাসওয়ার্ড রিসেট পেজটি আসবে সেখানে ওই শিক্ষকের টিচার আইডি এবং মোবাইল নাম্বারটি লিখে সাবমিট দিবেন । এবার বোর্ড আপনার ফোনে একটি নতুন আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেবে । ব্যাকে এসে সেটি ব্যবহার করে লগইন করবেন ।
লগইন করা হয়ে গেলে আপনার টিচার প্রোফাইলের ভিতর চলে আসবে ।
- সেখান থেকে আপনি ভিডিও ক্লাসে ক্লিক করবেন ভিডিও ক্লাস এ ক্লিক করার পর সেখানে দেখতে পাবেন " অ্যাড এ ভিডিও ক্লাস " এবং " ভিউ ভিডিও ক্লাস "
এখান থেকে আপনি ক্লিক করবেন " অ্যাড এ ভিডিও ক্লাসে " তারপর আপনার সামনে ভিডিও ক্লাস এড করার পেজ চলে আসবে এখান থেকে আপনি ক্লাস চ্যাপ্টার এবং বিষয় নির্বাচন করে শিরোনামটি লিখবেন । এবার ইউটিউবে যেই ভিডিওটি আপলোড করলেন সেই ভিডিওটির এম্বেড কোড কপি করে নিজের ঘরে পেস্ট করে দিতে হবে ।
ভিডিও টির এমবেড কোড কপি করার জন্য ইউটিউবে যে সেই ভিডিওটি উপর মাউসের রাইট বাটন ক্লিক করলে কপি এম্বেড কোড আসবে সেখানে ক্লিক করবেন তারপর এমবেড কোডটি কপি হয়ে যাবে এবার ক্লাস আপলোড করার ওখানে যেয়ে কোডটি পেস্ট করে দিবেন ।
তারপর ক্লাস টি সেভ হয়ে যাবে এভাবেই আপনি খুব সহজে ক্লাস গুলো আপলোড করতে পারেন ।
0 মন্তব্যসমূহ