Thank you for visiting GrihoPathshala.com! Stay with us...

Switch board - বাসা বাড়িতে যেকোনো টাইপের সুইচ বোর্ড লাগান মাত্র একটি নিয়ম ফলো করে ।

 বাসা বাড়িতে যেকোনো টাইপের সুইচ বোর্ড লাগান মাত্র একটি নিয়ম ফলো করে -




-- সতর্কতা --

কোনোভাবে যেন লাইভ এবং নিউট্রাল এক না হয়ে যায় ।


 সুইচ বোর্ডের এক প্রান্তে ফিউজ লাগান , 

 ফিউজের উপরের প্রান্তের সাথে লাইভ যোগ করুন ।

 এবং নিচের প্রান্তে দুই ধরনের তার যোগ করতে পারবেন -

 (১) যেগুলোতে সুইচের কোনো প্রয়োজন নেই ( যেমন ইন্ডিকেটর , ছকেট ইত্যাদি ) সেগুলো সরাসরি লাইভ অংশে যুক্ত করবেন ।

 (২) আর যেগুলোতে সুইচ ব্যবহার করতে হবে সেগুলোর ক্ষেত্রে - আগে সুইজের একপ্রান্ত লাইভে যুক্ত করতে হবে এবং অপর প্রান্ত উক্ত যন্ত্রের পজেটিভ অংশের সাথে যুক্ত করতে হবে ।

এবার সবগুলোর নিউট্রাল অংশগুলো এক জায়গায় করে বিদ্যুৎ লাইনের নিউট্রাল এর সাথে যুক্ত করে দিতে হবে ।


ছকেটে বা বাল্বে বা ফ্যানে সুইচ সংযুক্ত করার জন্য সুইচের একপ্রান্ত যাবে লাইভের সাথে এবং অপর প্রান্ত যাবে যন্ত্রের পজেটিভের সাথে । আর যন্ত্রের নিউট্রাল যুক্ত হবে লাইনের নিউট্রাল এর সাথে । 

ফ্যানের সঙ্গে রেগুলেটর ব্যবহার করতে  চাইলে , সুইচের সাথে ফ্যানের সরাসরি সংযুক্তির পরিবর্তে তাদের ভেতর রেগুলেটর ব্যবহার করতে হবে ।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu
Premium Membership HSC and Admission Test JOB and BCS News Updates Home
Facebook