Girls psychology -
#Depressions
Boys Psychology-
Special Magic of some girls -
Break up reasons-
Pic-1. Depressions |
আমি অনেকের জীবনে অনেক কষ্টকর ঘটনা নিয়ে রিসার্চ করেছি । তাদের পৃথক হওয়ার কারণ খুঁজেছি এবং এর মূলে পৌঁছানোর চেষ্টা করেছি । এর মধ্যে আজ একটি আপনাদের কাছে তুলে ধরছি ।
কিছু মেয়ের একটা বিশেষ যাদু রয়েছে , মায়া যাদু ।
আপনি যদি একটু ইমোশনাল টাইপের হন , তাহলে সেই মায়াবী মায়াবী শক্তি আপনার উপর কাজ করবেই । বুঝেননি তো ? আসুন তাহলে ,,
আবেগী হলে হয় কি , আপনার মনে মনে এমন ফিলিংস আসতে পারে - ' যে মেয়েরা আপনার পছন্দের করে ।' বাস্তবে তা হোক বা না হোক । That's not matter .
Then What's the matter ?
যে ব্যক্তিই মনে করবে , "মেয়েরা আমাকে পছন্দ করে " সেই পরবর্তীতে কোনো না কোনোভাবে ঐ মেয়ের মায়ায় পড়ে পস্তাবে ।
কীভাবে ? আসুন একটা উদাহরণ দেই ,,
পয়েন্ট-১. মেয়েদের ব্যাপারে ছেলেদের সাইকোলজিঃ
বেশিরভাগ ছেলেই অনেকগুলো মেয়েদের মধ্যে মাত্র একটি বা দুটি বিশেষ মেয়ের প্রতি অ্যাট্রাক্ট হয় বা প্রেমে পড়ে যায় ।
কেমন টাইপের মেয়ের প্রতি আকৃষ্ট হয় ? - যে মেয়ে অন্যদের থেকে হাস্যজল , হাসি ইয়ার্কি ঠাট্টা দিয়ে সব জমিয়ে রাখতে পারে ইত্যাদি ইত্যাদি ।
আচ্ছা ছেলে তো আকৃষ্ট হলো । এবার ?
খুব ভালো করে খেয়াল করবেন ,,
ছেলেটার মনে মনে অনেক অনেক মেয়ের মধ্যে ঐ মেয়েটাকেই টার্গেট করবে- বিয়ে করার জন্য বা তাকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখার জন্য এটা ১০০ভাগ নিশ্চায়তা 👍
তারপর ? ঐ ছেলেটা নিজে নিজে বোঝার চেষ্টা করবে যে মেয়েটা তাকে পছন্দ করে কি না ! এখানেই সমস্যার জট পেকে যায় । ছেলে যেহেতু ইমোশনাল এবং মেয়েটি তার পছন্দ , তাই গভীর চিন্তা করতে পারবে না সেই মুহূর্তে ।
পয়েন্ট-২. এবার আসুন আপনার ভুল কোন জায়গায় হয় ?
মেয়েটা তো অন্যদের থেকে একটু বেশিই মায়াবী । তাই তার সাথে দুয়েকটা কথা বললেই আপনার মনে হবে যে মেয়েটা আপনাকে পছন্দ করে , তাছাড়াও মেয়েটার চাহনি যেহেতু মায়াবী সেহেতু তার চাহনি দেখে আপনার মনে হবে মেয়েটা আপনাকে সত্যিই পছন্দ করে ।
[ বি.দ্র. মেয়েটা অন্য কাউকে ভালোবাসলেও , মায়াবী হওয়ায় -তার কথা শুনে , চোখের চাহনি দেখে আপনার কখনোই মনে হবে না সে অন্য কাউকে ভালোবাসে , আপনার মনে হবে সে আপনাকেই পছন্দ করে । ]
তারপর আপনি কোন ধরণের ভুল করতে পারেন ??
২টা ভুলঃ
Either তাকে ভালোবেসে তার জন্য স্বপ্ন দেখা শুরু করতে পারেন , এবং স্বপ্নের পাহাড় ও গড়ে তুলতে পারেন
or বিষয়টার গভীরে না চিন্তা করে তাকে বিয়ে করতে পারেন ।
এখানেই শুরু সবচেয়ে বড় সমস্যা !
এমন অবস্থায় মেয়েটা অন্য কাউকে ভালোবাসলে , অথবা আপনাকে আসলেই পছন্দ না হলে ( আসলে আপনার মনে হচ্ছে মেয়েটা আপনাকে পছন্দ করে , কিন্তু বাস্তবটা তো আপনি জানেন না ।)
এবার-ই যখন আপনি ভ্রান্ত ধারণা নিয়ে মেয়েটার পেছনে ঘোরা শুরু করবেন তখনই মেয়েটা আপনাকে কষ্ট দিতে থাকবে ।
এতে কিন্তু মেয়েটার কোনো দোষ নেই , আপনার ভুল ধারণার জন্য-ই এতোকিছু , আর সবকিছুই ঐ আবেগ আর মায়ার খেলা । প্রকৃতপক্ষে কারো কোনো দোষ নেই ।
এভাবেই অনেক মেয়ে ছেলেদের কাছে খারাপ হয়ে যাচ্ছে , ছেলেরা ঘৃণা করছে মেয়েদেরকে , একদম অকারণেই ।
আমি বাস্তব দুইটি ঘটনা শেয়ার করি ,
ঘটনা-১
এমন ভাবেই একটি ছেলের মনে ভুল ধারণা তৈরি হলো যে মেয়েটা ঐ ছেলেকে পছন্দ করে , , , অথচ মেয়েটা অন্য ছেলেকে ভালবাসে । তবুও ছেলেটা মনে করে মেয়েটা তাকেই পছন্দ করে , আর এ জন্যই ছেলেটা মেয়েটাকে বিয়ে করে ফেলে । এবার শুরু হলো তিনটা জীবনের কষ্ট শুরু ! মেয়েটার সেই ছেলেটির সাথে বিয়ে হলে , মেয়েটা কষ্ট পায় , ঐ মেয়েটা যাকে ভালোবাসতো সে কষ্ট পায় , আর ঐ মেয়েটায় তার স্বামীকে কষ্ট দেয় !!
অথচ ভালো করে ভেবে দেখুন এখানে কিন্তু কারো কোনো দোষ নেই । ভুল বোঝাবুঝি- আবেগ আর মায়ার খেলা ।
ঘটনা-২
আরেকটা অনুরূপ সত্য ঘটনা আছে ,
একটা ছেলের অনুরূপ ভুল ধারণার সৃষ্টি হয় যে ঐ মেয়েটি তাকে ভালোবেসে ! অথচ সে মেয়েটি অন্য আরেকজনকে ভালবাসে !
তখন ছেলেটিও পাগলের মতো পেছনে ছোটে , বড় বড় স্বপ্ন দেখে ! পরে যখন মেয়েটির পেছনে ছোটার কারণে ঐ মেয়েটি তাকে অপমান করে এবং পরে ছেলেটি সত্যি জানতে পারে যে মেয়েটি আসলেে তাকে নয় বরং অন্য কাউকে ভালোবাসে তখন ছেলেটি ব্যাপক ডিপ্রেশনে চলে যায় !
অথচ এখানেও কারো কোনো ভুল নেই । ঐ একই সমস্যা- ভুল বোঝাবুঝি , মায়া আর আবেগের খেলা !
করনীয়-
যদি এভাবেই বিয়ে হয়ে যায় তাহলে স্ত্রীর উচিত স্বামীর সাথে এডজাস্ট করে নেওয়া । যাতে করে ধীরে ধীরে স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তি ফিরে আসে ।
এক্ষেত্রে মেয়েটির প্রেমিক সম্ভবত অকারণে মেয়েটিকে গালিগালাজ করবে , যা মোটেও ঠিক না ।
এজন্য কখনো আবেগের বসবর্তী হয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করবেননা , ঠান্ডা মাথায় ভাবুন , সত্য বের করার চেষ্টা করুন । তার পর সিদ্ধান্ত নিন । মেয়েটা আপনাকে সত্যিই পছন্দ করে কিনা , ভালো বাসে কিনা তার মুখ থেকে সরাসরি শুনুন । তারপর কথা এগোতে পারেন ।
আর কোনো মেয়ে যদি সত্যি কোনো ছেলেকে ভালোবাসে তাহলে তার উচিত প্রথম থেকেই পরিস্থিতি খুব ভেবেচিন্তে হ্যান্ডেল করা । অর্থাৎ পুরো দায়িত্ব সেই মেয়েটির উপর । যাকে আসলে পছন্দ করে না সে যদি ভুল ভাবে- যে হয়তো আমাকে পছন্দ হয়ছে !' তাহলে , মেয়েটি নিজ দায়িত্বে এই ভুল ধারণা ভেঙে দিবে যদি মেয়েটি ঐ ছেলের সাথে সম্পর্কে অমত থাকে ।
কিন্তু বিয়ের পর এই নতুন সম্পর্কে জড়ানোর পর যদি মেয়েটি স্বামীকে কষ্ট দেয় তবে এটা ঘোর পাপ বা কবিরা গুনাহ ।
অনেক অনেক শুভকামনা রইল । কিছু জানার থাকলে অবশ্যই লিখবেন । ভালো থাকবেন, সুস্থ থাকবেন । ধন্যবাদ
0 মন্তব্যসমূহ