প্রতিদিনের জীবনে ইন্টারনেট এখন সবার সাথে মিশে আছে। সবাই চায় ইন্টারনেটের দুনিয়ায় থাকতে। আর সে কারণেই ‘নগদ’ ও এয়ারটেল নিয়ে এসেছে ‘আনলিমিটেড ক্যাশব্যাক অফার’! এখন এয়ারটেল গ্রাহকরা এই ক্যাশব্যাক অফারসহ বিশেষ ইন্টারনেট প্যাক উপভোগ করতে পারবেন। এছাড়াও প্রতিবারই নির্দিষ্ট পরিমাণ ‘নগদ’ রিচার্জে পাওয়া যাবে এই ক্যাশব্যাক। অফারটি ২ এপ্রিল, ২০২১ থেকে ৩০ এপ্রিল, ২০২১ পর্যন্ত চলবে।
এয়ারটেল-এ রিচার্জ ক্যাম্পেইনের শর্তাবলি:
- ‘নগদ’-এর গ্রাহকগণ নিম্নোক্ত টেবিল অনুযায়ী তাদের এয়ারটেল নাম্বারে ‘নগদ’-এর মাধ্যমে রিচার্জ করলেই উপভোগ করতে পারবেন ক্যাশব্যাক:
ক্র. নং. | অপারেটর | প্যাকের ধরণ | রিচার্জ এমাউন্ট (টাকা) | প্রোডাক্ট | প্যাকের সময়সীমা | ক্যাশব্যাক এর পরিমাণ (টাকা) |
১ | এয়ারটেল | ভয়েস | ২০৭ | ৩৪০ মিনিট | ৩০ দিন | ২০ |
২ | এয়ারটেল | বান্ডেল | ৪৯৮ | ৩২ জিবি + ৭০০ মিনিট | ৩০ দিন | ৫০ |
৩ | এয়ারটেল | এয়ার টাইম | ২২৫ | প্রযোজ্য নয় | প্রযোজ্য নয় | ২৫ |
- ‘নগদ’-এর গ্রাহকরা ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন, যদি তারা সরাসরি তাদের ‘নগদ’ একাউন্ট থেকে অ্যাপ অথবা ইউএসএসডি-এর মাধ্যমে উপরের টেবিল অনুযায়ী রিচার্জ করেন
- গ্রাহকরা যে নাম্বারে ‘নগদ’ একাউন্ট খুলেছেন/খুলবেন এবং উপরিউক্ত টেবিল অনুযায়ী রিচার্জ করবেন, সেই ‘নগদ’ একাউন্টেই ক্যাশব্যাকটি পাবেন
- ‘নগদ’-এর গ্রাহকরা এই ক্যাম্পেইনের শর্তাবলি অনুযায়ী বিবেচিত হলে রিচার্জ করার পর ইনস্ট্যান্ট (তাৎক্ষণিকভাবে) ক্যাশব্যাক পাবেন
- এই ক্যাম্পেইনটি ২ এপ্রিল, ২০২১ সকাল ৮টা থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল, ২০২১ পর্যন্ত চলবে
- এই ক্যাম্পেইনটিতে অংশগ্রহণ করতে হলে গ্রাহকের অবশ্যই সচল ‘নগদ’ একাউন্ট থাকতে হবে
- ‘নগদ’ এই শর্তাবলি পরিবর্তন/পরিবর্ধন করার কিংবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো ক্যাম্পেইনটি বাতিল করার অধিকার সংরক্ষণ করে
- এই ক্যাম্পেইন সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত ‘নগদ’ কর্তৃক সংরক্ষিত এবং ‘নগদ’-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে
- ‘নগদ’ ঘোষণা করে যে,
- ‘নগদ’ বা ‘নগদ’-এর কোন প্রতিনিধি কখনই গ্রাহকের কাছে তার একাউন্টের ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) কিংবা পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার (পিন নাম্বার) চাইবে না
- ইহা গ্রাহককে কোন প্রকার লেনদেন করতে বলবে না
- ইহা গ্রাহককে শুধু 16167 বা 096 096 16167 নাম্বার থেকেই যোগাযোগ করবে। এই ক্যাম্পেইনের আওতায় ‘নগদ’-এর মাধ্যমে টাকা প্রদানের ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি বা দ্বিধা নিশ্চিত হবার জন্য গ্রাহক 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারেন
- উপরিউক্ত ঘোষণাসমূহের পরও তৃতীয় কোন পক্ষের কোন কার্যের জন্য গ্রাহকের কোন ক্ষতি সাধিত হলে ‘নগদ’ কর্তৃপক্ষ দায়ী থাকবে না
- এই ক্যাম্পেইন সংক্রান্ত যেকোন প্রকার মতবিরোধ দেখা দিলে গ্রাহক ‘নগদ’-এর হটলাইন নাম্বারে (16167 অথবা 096 096 16167) অবহিত করবেন
- এই শর্তাবলি বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় উল্লিখিত হবে এবং বাংলা ও ইংরেজির মধ্যে কোন বিষয় সাংঘর্ষিক হলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে
0 মন্তব্যসমূহ