বিষয়বস্তুঃ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন কখন থেকে শুরু হবে ?
- ঢাবিতে ভর্তি আবেদন করার সময়সীমা -
- পরীক্ষার সময়সূচি -
- আবেদন করার যোগ্যতা -
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন কখন থেকে শুরু হবে ?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন সোমবার ৮ মার্চ বিকেল ৫টায় শুরু হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া উদ্বোধন করবেন।
ঢাবিতে ভর্তি আবেদন করার সময়সীমা -
আবেদন চলবে ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এছাড়া আগামী ১ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টাকা জমা দেয়া যাবে।
গত ১৮ ফেব্রুয়ারি প্রথমবর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি বিষয়ক সাধারণভর্তিকমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
পরীক্ষার সময়সূচি -
সভার সিদ্ধান্ত অনুযায়ী ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে শুক্রবার,
খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ মে শনিবার ।
গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মে বৃহস্পতিবার ।
ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ মে শুক্রবার ।
চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৫ জুন শনিবার অনুষ্ঠিত হবে।
প্রতিটি ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সভায় ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
কেবল ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ‘চ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
আবেদন করার যোগ্যতা -
ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে -
‘ক’ ইউনিটের জন্য জিপিএ ৩.৫
‘খ’ ইউনিটের জন্য জিপিএ ৩.০
‘গ’ ইউনিটের জন্য জিপিএ ৩.৫
‘ঘ’ ইউনিটের জন্য জিপিএ ৩.০
এবং ‘চ’ ইউনিটের জন্য জিপিএ ৩.০ থাকতে হবে।
এবারের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
0 মন্তব্যসমূহ