Ethical Bangla Hacking course
Easy Hacking tutorial -#Day_1 .
Ethical Bangla Hacking tutorial . |
Introduce-
সুপ্রিয় পাঠক , মানব সভ্যতার প্রথম দিকে যখন ঘরবাড়ি তৈরি হয়নি তখন সবাই গুহায় বাস করতো ! তারপর তৈরি করা হলো ছাওনি ওয়ালা ঘর । কিন্তু তাতে দরজা ছিল না !!!
The House without a door. |
কি আশ্চর্য লাগছে ! পরবর্তীতে বিভিন্ন কারণে , বন্য প্রাণীর ভয়ে , আত্মরক্ষার খাতিরে কিংবা অন্যান্য কারণে তৈরি করা হলো দরজা ! কিন্তু ঐ দরজায় আবার তালার কি প্রয়োজন পড়লো ?? চিন্তা করেছেন ? 🤔
সেই তালায় আবার দিন দিন উন্নত করা হচ্ছে , আরো মজবুত করা হচ্ছে , কিন্তু কেন 🤔
Locked 🔐 |
এখানে ঘরের সুরক্ষা হচ্ছে দরজা , আর দরজার সুরক্ষার জন্যই তালার আবিষ্কার ! ঘরের মূল্যবান সামগ্রী আমরা লকারে তালাবদ্ধ করে রাখি , তার উপর আবার ঘরটিকে তালাবদ্ধ করে রাখি । পরিশেষে সম্পূর্ণ বাড়ির মূল দরজাকে তালাবদ্ধ করে রাখি ।
এতো রকম সুরক্ষা কেন ? - শুধু মাত্র মূল্যবান সামগ্রী সমূহ সংরক্ষণ করার জন্য । সাইবার সিকিউরিটি - বিশেয়টিও হুবহু একই রকম ।
সব কিছু জড়িত এই সুরক্ষা- শব্দটির সাথে । সুরক্ষার কথা চিন্তা করেই এতো কিছু । ঘরকে তালাবদ্ধ করে রাখা হয় ঘরের মূল্যবান সামগ্রী রক্ষার্থে । ঠিক তেমনি ইন্টারনেটে আমাদের নিরাপত্তার প্রয়োজন আছে । আর এ বিষয়টিকে অর্থাৎ ইন্টারনেটে নিজের নিরাপত্তা নিশ্চিত করার কাজকে বলে সাইবার সিকিউরিটি ।
Cyber Security 🔐 |
ইন্টারনেটে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ও পার্সনাল তথ্য রয়েছে । এগুলো দিয়ে যে কেউ আমাদেরকে ক্ষতি করতে পারে , ধোকা দিতে পারে , প্রতারনা করতে পারে । আমাদের ব্যাপারে ছোট থেকে ছোট তথ্য যদি অন্যরা পেয়ে যায়, তাহলে তারা যেকোনো সময় ক্ষতি করতে পারে ।
রাইফেল, বন্দুক , গ্রেনেড , বোমা, ট্যাঙ্ক , হেলিকপ্টার ইত্যাদি ইত্যাদি হাতিয়ারের থেকে বর্তমানের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে তথ্য ! হয়তো বা বিশ্বাস করতে চাইবেন না । কোনো দেশের সেনাবাহিনী বা ডিফেন্স এর যাবতীয় সব তথ্য যদি শত্রু পক্ষের নিকট চলে তাহলে তা হবে ঐ দেশের অনেক বড় হুমকি স্বরূপ ।
শুধু তাই নয় ! আপনার ব্যক্তিগত জীবনের উদাহরণ দেওয়া যাক, আপনি কখন কি করেন, কোথায় যান , কি খান , কোথায় থাকেন , কি করেন , কার সাথে মেলামেশা করেন, কি পছন্দ করেন , আপনার অতীত ইত্যাদি সব তথ্য যদি কেউ জানে তাহলে সে আপনাকে ক্ষতি করতে পারে , ধোকা দিতে পারে , প্রতারনা করতে পারে । আশা করি বুঝতে পেরেছেন যে তথ্য কতটা গুরুত্বপূর্ণ ! আর কিছু তথ্য গোপন রাখা কতটা জরুরি!
Information safety 🔐 |
ইন্টারনেট ব্যবহারের ঝুঁকিঃ
প্রায় সবরকম তথ্যই সংরক্ষণ করা হচ্ছে ইন্টারনেটে ! এখন যদি কোনো ভাবে সেই সংরক্ষিত তথ্যে কারোর হাত লেগে যায় তাহলে ব্যাপারটা কেমন হবে ভেবে দেখেছেন ? খুবই ভয়াবহ হতে পারে । তবে আসলেই কি হবে সেটা আপনার ভাগ্যে নির্ধারণ করে রেখেছে ।
কারণ আপনার তথ্য কার কাছে গেছে , সে কিরকম মানুষ তার উপর নির্ভর করে আপনার ক্ষতির পরিমাণ । তাহলে ইন্টারনেটে সুরক্ষিত থাকার গুরুত্ব আশা করি বুঝতে পেরেছেন । ইন্টারনেটে সুরক্ষার গুরুত্ব অপরিসীম , যা ভাষায় প্রকাশ করা কঠিন ।
বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে । কারো জীবন চলে যেতে পারে । কারো ক্যারিয়ার , মান সম্মান নষ্ট হয়ে যেতে পারে । ইন্টারনেট প্রযুক্তির কল্যানের কথা কমবেশি সবাই জানি । কিন্তু এর দ্বারা কি কি ক্ষতি হচ্ছে বা হতে পারে তা জানা অনেক গুরুত্বপূর্ণ ।
Internet security 🔐 |
তবে কল্যাণ শুধু তখনই হবে যখন আমরা অনলাইনে নিজেদেরকে নিরাপদে থাকতে শিখবো , আমাদের তথ্য সুরক্ষিত রাখতে পারবো , হ্যাকিং , স্প্যামিং সম্পর্কে জানবো এবং তা থেকে বাঁচতে শিখবো , ইন্টারনেট ব্যবহারের আইন জানবো এবং তার প্রয়োগ শিখবো । আস্তে আস্তে আমরা পর্যায়ক্রমে সব শিখবো । আর ধারাবাহিক ভাবে সবকিছুই আমার ব্লগে তুলে ধরবো ।
আরো নতুন নতুন কন্টেন্ট পেতে - আমার ডাইরি ফলো করতে পারেন । তবে আশা করি আরো নতুন কিছু জানতে পারবেন এবং সাইবার জগতে নিজেকে আরো স্মার্ট করে তুলতে পারবেন ।
✓✓ জেনে নিন সাইবার আইন ও দন্ডবিধি - যা না জানা থাকলে আপনার জীবন আপনার অজান্তেই নষ্ট হয়ে যেতে পারে ।
0 মন্তব্যসমূহ