গরীবের জীবন
লেখকঃ লিটন রায়
সমাজের দৃষ্টিকোণ থেকে নিম্ন
সভ্যতার অগ্রযাত্রাতে উচ্চ।
ত্যাগ করতে হয় সুখ শান্তি
সভ্যতার বিকাশের জন্য।
জীবন বাচাতে করতে হয়
কঠোর পরিশ্রম।
দিন এনে দিন খেয়ে
একরকম চলতে থাকে জীবন।
সমাজের দৃষ্টিকোণ থেকে
স্বপ্ন দেখা বারণ।
মেনে নিতে হয় মুখ বুঝে
যে যা বলে।
বঞ্চিত হতে হয় আত্মাসম্মান
এমনকি বিভিন্ন অধিকার থেকে।
ভুগতে হয় অস্বস্তিতে
সমৃদ্ধশালীদের কিছু করতে গেলে।
হাসিমুখে বরন করে নিতে হয়
জীবনের সকল দুঃখ কষ্টকে
তাদের অশান্তির সূত্রপাত ঘটে
জন্মের পর হতে।
এমনকি কারো সূচনা ঘটবে
গরীবের দুঃখ দূর করতে।
0 মন্তব্যসমূহ