Thank you for visiting GrihoPathshala.com! Stay with us...

গরীব শ্রেনীর মানুষদেরকে নিয়ে বাস্তববাদী লেখনী- লিটন রায়

  


গরীবের জীবন 

লেখকঃ লিটন রায় 


সমাজের দৃষ্টিকোণ থেকে নিম্ন 

সভ্যতার অগ্রযাত্রাতে উচ্চ। 

ত্যাগ করতে হয় সুখ শান্তি 

সভ্যতার বিকাশের জন্য। 

জীবন বাচাতে করতে হয় 

কঠোর পরিশ্রম। 

দিন এনে দিন খেয়ে 

একরকম চলতে থাকে জীবন। 

সমাজের দৃষ্টিকোণ থেকে 

স্বপ্ন দেখা বারণ। 

মেনে নিতে হয় মুখ বুঝে 

যে যা বলে।

বঞ্চিত হতে হয় আত্মাসম্মান

এমনকি বিভিন্ন অধিকার থেকে। 

ভুগতে হয় অস্বস্তিতে 

সমৃদ্ধশালীদের কিছু করতে গেলে।

হাসিমুখে বরন করে নিতে হয় 

জীবনের সকল দুঃখ কষ্টকে

তাদের অশান্তির সূত্রপাত ঘটে 

জন্মের পর হতে। 

এমনকি কারো সূচনা ঘটবে 

গরীবের দুঃখ দূর করতে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu
Premium Membership HSC and Admission Test JOB and BCS News Updates Home
Facebook