To: minister@moedu.gov.bd
info@moedu.gov.bd
Subject: এইচএসসি পরীক্ষার ২০২২ এর সংক্ষিপ্ত সিলেবাস দ্রুত প্রদান সংক্রান্ত নিবেদন ।
মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি, এম.পি |
মাননীয় শিক্ষামন্ত্রী,
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ !
" বিসমিল্লাহির রাহমানির রাহিম ।"
শুরুতেই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা গ্রহণ করবেন ।
সম্মানের সাথে আপনার দৃষ্টি আকর্ষণ করছি , এইচএসসি পরীক্ষার্থী ২০২২ অর্থাৎ বর্তমান একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য ।
করোনা কালীন সময়ে , করোনা পরিস্থিতি মোকাবেলায় দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখা হয় । এতে করে যাতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হয় , সেজন্য আপনার এবং বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া প্রতিটি পদক্ষেপ সকল স্তরের শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে এবং বিভিন্ন প্রকার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে করোনা কালীন সময়েও শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখার মতো বড় একটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয় ।
সমস্যা ও প্রতিবন্ধকতাঃ
২০২২ সালের শতভাগ এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে , যাতে করে কেউই সুবিধা বঞ্চিত না হয় এ ব্যাপারে আপনি ও বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন , এটাই প্রার্থনা ও কামনা করি ।
✓ সময়ের অপচয়ঃ ২০২০ সালে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ৩১মে ২০২০ইং তারিখে । ভর্তির কার্যক্রম শেষ হয় ১লা সেপ্টেম্বরের পূর্বেই । এতে করে সাধারণত ও স্বাভাবিক ভাবে অন্যান্য বছরের তুলনায় ২০২০ সালের একাদশ শ্রেণীতে ভর্তি শিক্ষার্থীরা প্রায় দুই থেকে তিন মাস পিছিয়ে পড়ে । এতো গুলো মূল্যবান সময় ফিরিয়ে দেয়া কোনো ভাবেই সম্ভব নয় তবে তার জন্য কিছু সুবিধা প্রদানের মাধ্যমে বা সংক্ষিপ্ত সিলেবাস প্রদানের মাধ্যমে অনেকাংশে ক্ষতিপূরণ দেয়া সম্ভব হবে ।
✓ সময় স্বল্পতাঃ সেপ্টেম্বরের মধ্যেই ভর্তির কার্যক্রম সফল ভাবে সম্পন্ন হলেও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ২০২১ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় , যার ফলে উক্ত তিন মাসের উপর আরো পাঁচ মাস সময় ( সর্বমোট ৬মাসের বেশি সময় ) পিছিয়ে পড়তে হয় ।
✓ সীমাবদ্ধতাঃ অনলাইনে ক্লাস , এসাইনমেন্ট ইত্যাদি কর্মসূচির মাধ্যমে পড়াশোনা অব্যাহত রাখার তাগিদ দেওয়া হলেও , দেশের বেশির ভাগ শিক্ষার্থীরা তা থেকে বন্ঞ্চিত হয় । এখানে অনলাইনে ক্লাস করার জন্য ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই বললেই চলে । তাছাড়া এই লেভেলের জন্য বিশেষ করে গ্রামাঞ্চলে হোম টিউটর বা গৃহশিক্ষক দূর্লভ , যার মাধ্যমে পড়াশোনা মোটামুটি ভাবে চালু রাখা যেত ।
✓ অল্প সময়ে বৃহৎ সিলেবাসঃ বিশেষ করে উচ্চ মাধ্যমিকে দুই বছরেরও কম সময়ের মধ্যে একটি বৃহৎ পরিসরের সিলেবাস সমাপ্ত করতে হয় যা সারা দেশের শিক্ষা ব্যবস্থায় অন্যান্য লেভেলের তুলনায় তুলনামূলক ভাবে অনেক বড় একটি সিলেবাস ! যা সাধারণ ভাবেই সম্পন্ন করা অনেক কঠিন হয়ে পড়ে । তাহলে এই অতি সল্প সময়ে ও সীমাবদ্ধতার মধ্যে তা কিভাবে সম্পন্ন করা যেতে পারে !
এছাড়াও বিভিন্ন কারণে বিশেষ করে এই একাদশ শ্রেণীর শিক্ষার্থী তথা এইচএসসি ২০২১ এর পরিক্ষার্থীদের দিকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রার্থনা করছি সিলেবাস যথাযথ ভাবে সংক্ষিপ্ত করতে এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করতে অনুরোধ করছি যাতে করে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে কোনো একজন শিক্ষার্থীও সুবিধা বঞ্চিত না হয় । এছাড়াও এরকম পরিস্থিতিতে সিজিপিএ ব্যবস্থা চালু না করার অনুরোধ করছি , প্রশ্ন ও খাতার মূল্যায়নে কঠোর না হয়ে সরল হওয়ার বিনীত আবেদন করছি ।
সর্বোপরি যত দ্রুত আমাদের চুড়ান্ত সংক্ষিপ্ত সিলেবাস প্রদান করবেন আমরা ততই উপকৃত হব । এবং এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি ।
বিনীত নিবেদক ,
আপনার স্নেহের
একান্ত অনুগত
একাদশ শ্রেণীর শিক্ষার্থী,
0 মন্তব্যসমূহ