Thank you for visiting GrihoPathshala.com! Stay with us...

কুইজ প্রতিযোগিতায় জিততে পারছেন না ? তাহলে পোস্টটি আপনার জন্য ।

BangaBandhu


মানুষের জীবনে যখন কোনো আশা,স্বপ্ন, ইচ্ছা থাকে না , তখন কিন্তু জীবনটা একরকম কেটে যায় !! বরং ভালোই কাটে ! ☺️☺️☺️

   কিন্তু সেই জীবনে যখন কোনো কিছু পাওয়ার আশার আলো উদয় হয় তখনই জীবনটাই ব্যাকুলতায় আর অস্থিরতায় ভরে যায় !😔😌

    এ পর্যন্ত যা বললাম আশা করি বুঝতে পেরেছেন । এবার আসুন অতি বাস্তবতা সম্পন্ন কথাগুলো গল্প দিয়ে বোঝানোর চেষ্টা করি ,, 

    👇👇👇👇


মসজিদে তবারক দেয় না ?? ☺️ দেখবেন যখন মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, অন্যান্য দিনের তুলনায় সেদিন ছোট ছোট পোলাপাইনের মসজিদ ভরে যায় । 😅😅😅

তারা মসজিদে যায় নামাজ পড়তে , কিন্তু আসলেই মিষ্টির প্রতি আকর্ষণে ! যেটা ছোটবেলায় স্বাভাবিকত ই থাকে 😁😁

আমরাও নিয়মিত কুইজে অংশ নিচ্ছি মূলত মোবাইল ফোনের আশায় !! ☺️☺️

এখন আপনারাই বলুন মিষ্টির অভাব কি বাতসায় পূরণ হয় ?? সেরকম যার ভাগ্যে সিমসহ ১০০জিবি ডেটা প্যাক আসছে তারাও কিন্তু তাতে পূর্ণ সন্তুষ্ট না ! ঐ যে মিষ্টির চাহিদা বাতসা দিয়ে পূরণ হয় না 😁😁

আমারো কিন্তু স্মার্টফোন ই চাই 😒😒 টেলিটকে এমনিতেই টাওয়ার পাই না 😀😀

আমরা যারা বলছি কুইজ খেলে অনেক কিছু শিখতে পারছি এটাই এনাফ 😎😎

আমিও সবার সাথে তাইই বলি 😂😂😂

আচ্ছা কেউ কি বলতে চাইবে যে নামাজ পড়ার জন্য না মিষ্টির জন্য মসজিদে এসেছে ! সেই হিসেবে আমরাও কিন্তু কুইজ খেলি শেখার উদ্দেশ্যে 😉😉

যদিও ভেতরে ভেতরে আমরা সবাই চাই একটা স্মার্টফোন বাদুক 😋😋 কেউ কি এই কথাটার অস্বীকার করতে পারবেন Honestly ??? 😆

আমি কিন্তু নিজেও এমন 😀 আগে পুরষ্কার ! 

তা নাহলে কি এমনি এমনি এত্তোগুলো টাকা দিয়ে এমবি কিনে নেটে ঘুরে ঘুরে বেড়াবো কেন ! শুধু মাত্র শেখার জন্য ? 😂

ইদানিং কিন্তু উত্তর পেতেও সময় লাগছে না । আপনার কাছে কুইজের উত্তর পৌঁছে দিতে আরো দশ জন ব্যাস্থ ! অবশ্য আমিও দশ জনের একজন 😅 যাইহোক জিলাপির জন্য যারা মসজিদে যায় তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে তারা যেন অন্তত নামাজটা ভক্তির সাথে পড়ে । আর যারা কুইজের প্রশ্ন না পড়েই উত্তর জেনে সাবমিট করে দিচ্ছেন , তাদের কাছেও অনুরোধ যেন অন্তত প্রশ্ন টা ভালো মতো পড়েন । আমরা ৯৯% অংশগ্রহণকারী-ই উত্তর অনত্র থেকে সংগ্রহ করছি এবং চোখ বুজে সাবমিট করছি , তারা অন্তত প্রশ্নটা পড়ি । 🙏🙏🙏

যেমনই হোক না কেন এই কুইজের কথা কিন্তু আমরা সারা জীবন মনে রাখবো । কুইজ শুরু হওয়ার অনেক দিন আগেই যখন আয়োজন করা হচ্ছিল তখনই জানতে পেরে বঙ্গবন্ধুর জীবনী পড়া শুরু করি ☺️ সেসব অনেক অংশই ভুলে গেছি , আমরা ধরেন কিছু হলেও শিখছি আর তা ভুলেও যাচ্ছি ! এখানে কোনো লাভ আমাদের হচ্ছে বলে মনে হয় না । তবে আমরা যদি তার ব্যক্তিত্বকে আয়ত্বে আনতে পারি তবে আমরা কিন্তু তাঁর মতো দেশ প্রেমিক বাঙালী হিসাবে নিজেকে গড়ে তুলতে পারি ।☺️


হতাশ হবেন , অবশ্যই হতাশ হবেন , আমিও অনেক হতাশ !! 😂 কিন্তু এই হতাশাকে যদি মশকরায় বা রসিকতায় রূপ দিতে পারেন তবে বিশ্বাস করেন অনেকটা হতাশাই কমে যাবে !


আমাকে যারা চেনেন, ফলো করেন তারা দেখবেন যে আমি কুইজে নিজের ব্যার্থতা নিয়ে অনেক পোস্ট করেছি ! 

একদিন স্বয়ং জাকারিয়া স্বপন স্যার আমার রসিকতা মূলক পোস্টটি শেয়ার দিয়ে লিখলেন, "Interesting" আমিও কমেন্টে ওনার শেয়ার করার পোস্টটি তে কমেন্টে লিখলাম " ইন্টারেস্টিং" !! 😂😂


আমার রসিকতায় ইন্টারেস্টিং এর কিছু নেই 😂 কিন্তু আমার রসিকতাকে উনি ইন্টারেস্টিং ভেবেছেন এটাই আমার কাছে ইন্টারেস্টিং ! 

 অনেক অনেক ধন্যবাদ জাকারিয়া স্বপন স্যার আপনাকে 🌹🌹🌹 


 আচ্ছা একটা যুক্তি বলে যায় , বুঝে পড়বেন , আমার মতো হাজারের বেশি মানুষ ঐ প্রথম দিন থেকেই সঠিক উত্তর নিয়মিত দিয়ে আসছেন তাইনা ? আমি বুঝি কতটা কষ্টো 😭 রোজ রেজাল্ট লিস্ট দেখা । আচ্ছা যাক । কথায় আসি ,, 😌😢😢😔😌

 

আবার এর ভেতরেই অনেকে বলছেন , " আমি নাকি কুইজের কতৃপক্ষের কেউ একজন "

😂😂😂😂😂😂😂😂

মানে এই কুইজের সাপোর্ট করি, প্রিয় অ্যাপকে সাপোর্ট করি তাই ওদের লোক হয়ে গেলাম !! 😂

বঙ্গবন্ধু কুইজকে আমি কেন সাপোর্ট করি ? শেয়ার করতে চাই 🙏 

আমি অনেককেই এমন বলতে শুনেছি যে , 

" বঙ্গবন্ধু দেশের জন্য কি করেন ?? উনি তো জেলেই ছিলেন আরামে 😤😤, ওনাকে কিছু করতে হয়নি হ্যান ত্যান............" ওনাকে বাঙালির জাতির পিতা বলা হবে কেন ?? ইত্যাদি বহু প্রশ্ন " আমার খুব খুব খারাপ লাগতো 😔😔😔😌😌😌

 তাদের বোঝাতে পারতাম না , অনেক যুক্তিসংগত কথা বলতে পারতাম না । কারণ কেউই বুঝতে চাইনা , শুনতে চায় না । তাদের খেলার ছলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান বোঝাতে কুইজ প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ এতো বেশি যে আমার অনেক ভালো লাগে 😍 এজন্যই আমি এই কুইজ কে এতো সাপোর্ট করি ,, তাছাড়া কিছু টা হলেও ইতিহাস জানা খুবই জরুরি । 

 আবারো বলি আমি প্রিয়-র কোনো কর্মকর্তা, কর্মচারীকে চিনি না । 


এখন থেকে কোনো মসজিদে জিলাপি, বাতসা দিলে আশা করছি কুইজের কথা মনে পড়বে । 😁😁😁 আর যদি আপনাকে দেওয়ার আগে মিষ্টি,বাতাসা সব ফুরিয়ে যায় তাহলে কিন্তু আমার আপনার কপালের দোষ 😂 ১০০ দিন অংশ নেওয়ার পরেও যদি আমি না পায় তাহলে কপালের দোষ আর কি 😔😢😌

আমি সেই কবে কুইজ খেলা বাদ দিতে চাইছিলাম , রোজ রোজ হাজার হাজার শেয়ার করা বাদ দিতে চাইছিলাম ! কিন্তু আমার বাবা যে বলেছেন, " খোকা চাবি গুচ্ছের শেষ চাবি দিয়েও তালা খুলতে পারে "



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশে ব্যাপী ১০০ দিনের আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি হতে পারেন দৈনিক ১০০ জন বিজয়ীদের একজন !! এবং পেতে পারেন একটি Samsung Galaxy M40 স্মার্টফোন ! ১০০জিবি ডেটা এবং Walton ল্যাপটপসহ আকর্ষণীয় সব পুরস্কার ! 
এছাড়াও কুইজটি শেয়ার করে রয়েছে সপ্তাহে ৭টি Walton Laptop জেতার সুযোগ !
অংশ নিতে আজই ফ্রিতে রেজিস্ট্রেশন করুন / ডাউনলোড করুন কুইজ অ্যাপঃ
এখানে ক্লিক করুন

ধন্যবাদ 🌹 

#রিফাত 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

RIFAT বলেছেন…
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশে ব্যাপী ১০০ দিনের আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি হতে পারেন দৈনিক ১০০ জন বিজয়ীদের একজন !! এবং পেতে পারেন একটি Samsung Galaxy M40 স্মার্টফোন ! ১০০জিবি ডেটা এবং Walton ল্যাপটপসহ আকর্ষণীয় সব পুরস্কার !
এছাড়াও কুইজটি শেয়ার করে রয়েছে সপ্তাহে ৭টি Walton Laptop জেতার সুযোগ !
অংশ নিতে আজই ফ্রিতে রেজিস্ট্রেশন করুন / ডাউনলোড করুন কুইজ অ্যাপঃ
https://quiz.priyo.com/quiz/9a6a9c96-5ac2-4b84-897f-613e36ca9be5/?q=4675f00d-9318-4d14-9eba-bf109cd91bac
Close Menu
Premium Membership HSC and Admission Test JOB and BCS News Updates Home
Facebook